কুষ্টিয়ায় চারুকলার আন্তর্জাতিক আসর সম্পন্ন

স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ায় পাঁচ দিনব্যাপী চারুকলার আন্তর্জাতিক আসর সম্পন্ন হয়েছে। শিল্পী মনের ভাবনা ও চেতনা থেকে নিপুন হাতে গড়ে তোলা ‘দেহতরী’ শীর্ষক শিল্প কর্মগুলো বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত ছিলো। সরকারি মেডিকেল কলেজের সন্নিকটে কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়ক সংলগ্ন স্মরণ মত্স্য বীজ খামারে শিল্পকর্ম প্রদর্শন করা হয়।
বাংলাদেশসহ ভারত, নেপাল, শ্রীলংকা, ফিনল্যান্ড ও তাইওয়ানের ২০ জন শিল্পীর অংশগ্রহণে ওই ইন্টারন্যাশনাল আর্ট ক্যাম্প শুরু হয়। শিল্পী ও গবেষক শাওন আকন্দের নেতৃত্বে এ ক্যাম্পে শিল্পীরা প্রধানত সাইট- স্পেসিফিক ও কন্সেপচুয়াল আর্টওয়ার্ক নিয়ে শিল্পীরা কাজ করেন। শিল্পকর্ম নির্মাণ উপকরণ হিসাবে ব্যবহার করা হয়েছে স্থানীয় বিবিধ উপাদান। এবারের আর্ট ক্যাম্পের কিউরেটরিয়াল থিম ‘দেহতরী’র আলোকে শিল্পীরা তাদের শিল্পকর্ম নির্মাণ করেন। শিল্পীমনের ভাবনায় ‘দেহতরী’ চেতনার আলোকে বিভিন্ন অবয়বে ২০/২২টি শিল্পকর্ম নির্মাণ করে প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হয়। আর্ট ক্যাম্পে আগত দর্শকরা ‘দেহতরী’ ভাবনায় শিল্পকর্মগুলো দেখে মুগ্ধ হন এবং শিল্প চেতনা ও শিল্পকর্ম সম্পর্কে ধারণা লাভ করেন।