স্টাফ রিপোর্টার: ইংরেজি নববর্ষ কাপ ক্রিকেট প্রতিযোগিতায় ইমরুল কায়েস একাদশ ৫ রানে সাকিব আল হাসান একাদশকে পরাজিত করেছে। চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির আয়োজনে অনুষ্ঠিত নববর্ষ কাপ ক্রিকেট প্রতিযোগিতা গতকাল সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে শুরু হয়। টসে জয়লাভ করে ইমরুল কায়েস একাদশ দলের অধিনায়ক আরাফাত উদ্দিন রিফাত প্রথমে ব্যাটিং করে ১৫৬ রান সংগ্রহ করে ।
জবাবে সাকিব আল হাসান একাদশ নির্ধারিত ওভারে ১৫০ রান সংগ্রহ করে। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক এইজ গ্রুপ ক্রিকেট কোচ চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ব্যাটিং কোচ সাইফ রাসেল, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাবেক এইজ গ্রুপ ক্রিকেট কোচ ও নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির বোলিং কোচ ইমরান, ক্রিকেট একাডেমির পরিচালক সাংবাদিক ইসলাম রকিব, সোহেল, কায়েস টিপু সুলতান প্রমুখ।