আলুকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসলাম উদ্দীন হৃদরোগে আক্রান্ত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আলুকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসলাম উদ্দীন হৃদরোগে আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার জুম্মার নামাজ আদায় শেষে আলুকদিয়া বাজারপাড়াস্থ নিজ বাড়িতে ফেরার কিছুক্ষণের মধ্যে তিনি হৃদরোগে আক্রান্ত হন।
পরিবারের সদস্যরা এ তথ্য দিয়ে বলেছেন, সাবেক চেয়ারম্যান আখের আলীর ছেলে সাবেক চেয়ারম্যান ইসলাম উদ্দীন হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত নেয়া চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ঢাকায় নেয়ার পরামর্শ দেন চিকিৎসক। গতকালই সন্ধ্যায় তাকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটের উদ্দেশে নেয়া হয়েছে। পরিবারের সদস্যরা ইসলাম উদ্দীনের সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।