আলমডাঙ্গায় নাগরিক অধিকার রক্ষা কমিটি গঠন

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় নাগরিক অধিকার রক্ষা কমিটি গঠন করা হয়েছে। আলমডাঙ্গা পৌরসভার নব নির্বাচিত মেয়র হাসান কাদির গনুর উপস্থিতিতে গতকাল এ কমিটি গঠন করা হয়।
আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজাকে আহ্বায়ক ও মহাবুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। এ কমিটির সদস্যরা হলেন ডাক্তার নাজমুল হক, ডাক্তার শাহরিয়ার আহমেদ কাজল, তৌহিদুল ইসলাম, শামসুজ্জামান, মুফতিনুর রহমান, হাফিজুর রহমান, নিজাম উদ্দীন ও বরুন কুমার কুণ্ডু। এছাড়া উপদেষ্টা হয়েছেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিত।