স্টাফ রিপোর্টার: ইতিহাস গড়লেন চুয়াডাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম খোকন। তিনি টানা ২৭ বছর ধরে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের পর এবারও একমাত্র প্রতিদ্বন্দ্বীকে বিপুল ভোটে পরাজিত করে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এবারের মেয়াদ পুর্ণ হলে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন হবে টানা ৩২ বছর। তার কাউন্সির হিসেবে দায়িত্ব পালনের ২৫ বছর পূর্তি উপলক্ষে চুয়াডাঙ্গা পৌরসভা দু বছর আগে সংবর্ধনার আয়োজন করে।