যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাবাস দেয়া রায়ের পূর্নাঙ্গ অনুলিপি প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার সকালে ৬১৪ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। বৃহস্পতিবার সকালে ৫ বিচারপতি স্বাক্ষরের পর পূর্নাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ করা হল। গত বছরের ১৭ই সেপ্টেম্বর সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগে বিচারপতির বেঞ্চ সাঈদীর আমৃত্যু কারদণ্ডের রায় ঘোষণা করেন। ত্রি ধারায় বিভক্ত এই রায়ে বিচারপতি মোজাম্মেল হোসেন, প্রধান বিচারপতি এসকে সিনহা ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি জামায়াত নেতা সাইদীকে মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু কারদণ্ডের রায় দেন। এ রায়টি লিখেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা।
তবে এই তিন বিচারকের সঙ্গে ভিন্নমত পোষণ করে সাইদির মৃত্যুদণ্ডের অপরাধ করেছেন বলে মত দেন বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
অন্যদিকে বিচারপতি মো. আব্দুল ওয়াহাব মিয়া সাঈদীকে মানবতাবিরোধী অপরাধের দায় থেকে খালাস দেয়। তিনি মত দেন, সাঈদীর বিরুদ্ধে আনীত অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি। এ জন্য সাঈদী খালাস পাওয়ার যোগ্য। এই ৫ বিচারকের মধ্যে ৩ বিচারক আমৃত্যু কারাদণ্ডের পক্ষে রায় দেয়ায় আপিল বিভাগের নিয়মানুসারে সংখ্যাগরিষ্ঠের মতই চূড়ান্ত। রায়ে বলা হয়েছে, স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত সাঈদী কারাগারে থেকে এ দণ্ড ভোগ করবে। মুক্তিযুদ্ধকালীন সময়ে ধর্মান্তরিতকরণ, ৩ নারীকে নির্যাতন ও ধর্ষণ এবং বিসাবালীকে হত্যা দায়ে তাকে এ দণ্ড দেয়া হয়। এ ছাড়া ইব্রাহিম কুট্টিকে হত্যা সহায়তা এবং এক মুক্তিযোদ্ধাকে নির্যাতন ও বাড়ি লুণ্ঠনের দায়ে ২২ বছরের সশ্রম কারাদণ্ডের কথা জানায় আপিল বিভাগ। এর আগে যুদ্ধাপরাধ ট্রাইবুনাল সাঈদীকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয়।