গাংনীতে তিন মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী পৌর নির্বাচনে বিএনপি প্রার্থীসহ তিন মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এরা হচ্ছেন- বিএনপি প্রার্থী ইনসারুল হক ইন্সু (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী হুজ্জাতুল ইসলাম ফয়সল (হাতপাখা) ও জাতীয় পার্টি (এরশাদ) প্রার্থী এসএম মর্তূজা (লাঙ্গল)।
গাংনী পৌর নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান জানান, পোলকৃত ভোটের মধ্যে ৮ ভাগের একভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে। মেয়র পদে ভোট পোল হয়েছে ১৪ হাজার ৬৪। সেই হিসাবে প্রার্থীকে ভোট পেতে হবে ১ হাজার ৭৫৮ ভোট। ইনসারুল হক ইন্সু ৭৯৫, হুজ্জাতুল ইসলাম ২২৭ ও এসএম মর্তূজা পেয়েছেন ৩১ ভোট। তাই এ ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।