মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের কাথুলী মোড়ের নিকাহ রেজিস্ট্রার কাজী মোসলেম উদ্দীনের ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাল্যবিয়ে দেয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার নুর-এ-আলম মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে ওই দণ্ডাদেশ ঘোষণা করেন। দণ্ডিত মোসলেমউদ্দীনকে জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
মেহেরপুর জেলা প্রশাসক শফিকুল ইসলাম জানান, ১ জানুয়ারি মেহেরপুর জেলাকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচর-প্রচারণাসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। এরপরও বাল্যবিয়ে দেয়ার অপরাধে মোসলেম উদ্দীনকে কারাদণ্ড দেয়া হয়েছে। সপ্তাহ খানেক আগে সদর উপজেলার শেখপাড়ায় একটি বাল্যবিয়ে রেজিস্ট্রি করেন কাজী মোসলেম উদ্দীন। এ অপরাধে তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে নিরোধ আইনে তাকে দোষী সাব্যস্ত করে ৭ দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন।