গাংনী পৌরসভায় ৭৩৮০ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম (আশরাফ ভেন্ডার) বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আহমেদ আলী নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৫৪১৬ ভোট। এ বারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আওয়ামী লীগের আহম্মেদ আলী (নৌক), বিএনপির ইন্সারুল হক ইন্সু (ধানের শীষ), স্বতন্ত্র আশরাফুল ইসলাম ভেন্ডার (জগ), ইসলামী আন্দোলনেরহুজ্জাতুল ইসলাম ফয়সল (হাতপাখা) এবং জাতীয় পার্টির (এরশাদ) এস.এম মুর্তজা বুলবুল (লাঙ্গল)।
আশরাফুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের একজন ছিলেন। তিনি মনোনিত না হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।