মেহেরপুর অফিস: মাদক সেবন ও বিক্রির দায়ে মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে সাইফুল ইসলাম নামের এক মাদকব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের এনডিসি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-এ আলম ওই রায় দেন।
জানা গেছে, মেহেরপুর শহরের ফুলবাগানপাড়ার বাবুর আলী ছেলে সাইফুল ইসলাম (৩০) গত সোমবার রাত ৮টার দিকে মেহেরপুর থানা রোড়ে মাদকবিক্রি করার সময় সদর থানার এএসআই অজিত ও এএসআই অর্জুন সরকারের নেতৃত্বে পুলিশ তাকে আটক করে। গতকাল মঙ্গলবার তাকে ভ্রাম্যমাণ আদালতের সামনে নেয়া হলে আদালত ওই আদেশ দেন। গতকালই তাকে আদালতের মাধমে জেলখানায় পাঠানো হয়েছে।