জীবননগর ব্যুরো: জীবননগর পৌরসভা নির্বাচনে টাকা দিয়ে ভোটারদের কাছে ভোট কেনার অভিযোগে কাউন্সিলর প্রার্থী নূর আলমকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা রিটার্নিং অফিসার ইউএনও নুরুল হাফিজ ভ্রাম্যমাণ আদালতে কাউন্সিলর প্রার্থী নূর আলমকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন এবং তার এই অপরাধে কেন তার প্রার্থিতা বাতিল করা হবে না তার জন্য কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এদিকে ৬নং ওয়ার্ড হাসপাতালপাড়ায় টাকা দিয়ে ভোট কেনার সময় এক প্রার্থীর ছেলে ভোঁদৌঁড় দেয়।