খুলনার দুটি পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী মেয়র পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এরমধ্যে পাইকগাছা পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী সেলিম জাহাঙ্গীর মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ৩৮৮ ভোট পেয়েছেন । তার নিকটতম বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সাত্তার ধানের শীষ প্রতীক নিয়ে ২ হাজার ৬০৩ ভোট পেয়েছেন । এ পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী জামায়াতে ইসলামী নেতা অ্যাডভোকেট আব্দুল মজিদ নারকেল গাছ প্রতীক নিয়ে মাত্র ৫৯৪ ভোট পেয়েছেন।
অপরদিকে, চালনা পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী সনৎ কুমার বিশ্বাস মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৪ হাজার ৯৩৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ড. অচিন্ত্য কুমার মন্ডল জগ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৫১৯ ভোট। এছাড়া বিএনপি প্রার্থী শেখ আব্দুল মান্নান ধানের শীষ প্রতীক নিয়ে মাত্র ১ হাজার ১৮ ভোট পেয়েছেন।
এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পাইকগাছা ও চালনা পৌরসভায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত দুটি পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ মোট ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।