কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ৫টি পৌরসভায় নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। গতকাল মঙ্গলবার জেলা নির্বাচন অফিস থেকে ব্যালট পেপার, ব্যালট বক্সসহ ভোট গ্রহণের সব রকম উপকরণ কুষ্টিয়া সদর, মিরপুর, ভেড়ামারা, খোকসা ও কুমারখালী পৌরসভার ৯২টি ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে পাঠানো হয়। ভোটগ্রহণ সম্পর্কে রিটার্নিং অফিসার মুজিব-উল-ফেরদৌস বলেন, ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ৫টি পৌরসভার ৯২টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে কেন্দ্র গুলোতে নিরাপত্তার পাশাপাশি সার্বক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ টিম এবং র্যা ব ও বিজিবির টহল অব্যাহত থাকবে। পুলিশ সুপার প্রলয় চিচিম জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রতিটি কেন্দ্রে ৯ জন পুলিশ ও ১৪ জন আনসার সদস্য থাকবে। এ ছাড়াও র্যা বের পাশাপাশি মোবাইল ও স্ট্রাইকিং টিম থাকবে।