স্টাফ রিপোর্টার: প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডসহ চারদফা দাবি জানিয়েছেন প্রধান শিক্ষকরা। দাবি না মানা হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে বলে জানানো হয়েছে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক আবদুল্লাহ সরকার। সাংবাদিক সম্মেলনে সমিতির সভাপতি মো. নুরুজ্জামান আনসারী, সহসভাপতি মো. মাসুদুর রহমান, বদরুননেসা, আব্দুর রহমান বাচ্চু, যুগ্মসম্পাদক মো. মনিরুজ্জামান মনিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।