কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন, হুইল চেয়ার প্রদান ও বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দিনব্যাপি উপজেলার অঞ্জনগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে আলোর পথিক প্রতিবন্ধী সংস্থার আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় এ বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে আলোর পথিক প্রতিবন্ধী সংস্থার সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একলেমুর রেজা সাবান জোয়ার্দ্দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অঞ্জনগাছী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার নাসির, নিমতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, অঞ্জনগাছী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন, জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার সাবেক সভাপতি আক্তার হোসেন, সমাজ সেবক হাজি নজরুল মণ্ডল, আওয়ামী লীগ নেতা আমান উল্লাহ, ইকবাল মাহমুদ প্রমুখ।