মহেশপুর প্রতিনিধি: রাত পোয়ালেই পৌর নির্বাচন। মহেশপুরে ৯টির মধ্যে ৪টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। নৌকা ও নারকেল গাছের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। কে হবে মহেশপুর পৌরসভার ২৪তম মেয়র।
৩০ ডিসেম্বর ২৩৪ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে ৯টি ভোটকেন্দ্রের মধ্যে বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (ঝুঁকিপূর্ণ), বৈঁচিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নওদা গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, জলিলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারুইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহেশপুর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাতিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় (ঝুঁকিপূর্ণ), গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (ঝুঁকিপূর্ণ) এবং গাড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (ঝুঁকিপূর্ণ)। ৬৩টি বুথে ভোটগ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনে নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে। ২৩ ডিসেম্বর স্বতন্ত্র জামায়াত সমর্থিত প্রার্থী শহিদুল হক বিশ্বাস মাঠে নেমে প্রচার-প্রচারণার কাজ শুরু করলে তিনি ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বিতায় চলে এসেছেন। সাধারণ ভোটাররা বলছে নৌকা ও নারকেল গাছের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।