দর্শনা অফিস: পৌরসভা নির্বাচন সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন গ্রহণ করেছে নানামুখি পদক্ষেপ। এরই মধ্যে প্রার্থীদের প্রচারণা বন্ধ ও সব ধরনের যানবাহন নির্বাচনী এলাকায় চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে ভ্রাম্যমাণ আদালতের অভিযান রয়েছে অব্যাহত। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালীমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দর্শনা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জাহেরুল ইসলাম, শামীম হাসান ও রবিউল ইসলামকে মোটরসাইকেল চালানোর অপরাধে প্রত্যেককে ৫শ টাকা করে জরিমানা করেছেন।