টিপ্পনী

খবর:(দর্শনা কেরুজ কাজের ধরন দেখে প্রশ্ন ঝালাই মিস্ত্রিই বড় মেকানিক)
কেরুর টাকা মোটা টাকা
এতে সবার খাবল থাকে,
তারাই টাকার বখরা লোফে
যাদের হাতে শাবল থাকে।

যেন তেন কাজের ধরন
বললে এসব খবর আছে,
ওনারা সব রাঘব বোয়াল
শরীর- পেটে চবর আছে।

যা করে তা করুকগে ভাই
ওদের মোটে নাড়িসনে তো,
ফঁসকা গেরো কষে মেরে
পুঁচকে গলা ফাঁড়িসনে তো।

ওরা খাতায় বিল করে খায়
গাই-বাছুরে মিল করে খায়!
_আহাদ আলী মোল্লা।
28.12.2015