ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে মাথায় টায়ার পড়ে বাহারুল ইসলাম (৩৭) নামে বাসের এক সুপারভাইজার নিহত হয়েছেন। বাহারুল ইসলাম জেলার শৈলকূপা থানার খামারপাড়ার পান্না মিয়ার ছেলে। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি উজ্জ্বল বিশ্বাস জানান, রোববার দুপুরে ঝিনাইদহ শহরে একটি টায়ার বাসের ছাদে তুলছিলেন বাহারুল। এ সময় টায়ারটি তার মাথার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।