ঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজ শিশুর গলাকাটা লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খোরদা গ্রাম থেকে গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে সৌরভ দাস (৫) নামে এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশু সৌরভ দাস খোরদা গ্রামের বলয় দাসের ছেলে। নিখোঁজের একদিন পর সৌরভ দাসের লাশ পাওয়া যায়।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, গত রোববার রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু সৌরভ। সোমবার দুপুরে ওই গ্রামের একটি নির্মাণাধীন বাড়ির ছাঁদ থেকে গলাকাটা অবস্থায় শিশু সৌরভ দাসের লাশ দেখে গ্রামবাসি পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে। ওসি আরো জানান কি কারণে শিশু সৌরভ দাসকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। তবে পারিবারিক দ্বন্দ্বের কারণে শিশু সৌরভকে হত্যা করা হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে। ঘটনাস্থলে সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম পরিদর্শন করেছেন ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।