স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা গোকুলখালী-রামনগর সড়কে সন্ধ্যারাতে ছিনতাই সংঘটিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় অলিকাটা ব্রিজের নিকট ছিনতাইকারীরা এ তাণ্ডব চালিয়ে ৫ জনকে মারপিট করে টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়।
জানা গেছে, চুয়াডাঙ্গা গোকুলখালী-রামনগর সড়কে অলিকাটা ব্রিজের নিকট সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী ছিনতাইকারীরা নির্বিঘ্নে ছিনতাই করে। এ সময় ছিনতাইয়ের শিকার হন কাঁচামাল ব্যবসায়ী ভগিরতপুরের ফজলুর ছেলে মজনু ও একই গ্রামের আকালের ছেলে তুষার। এদের কাছ থেকে মারপিট করে ৪৭ হাজার টাকা ও ২টি মোবাইলফোন ছিনিয়ে নেয়। ইলেকট্রিক মিস্ত্রি মজলিশপুরের মজিবুলের ছেলে শিপন ও জমিরের ছেলে জয়নালকে মারপিট করে ২টি মোবাইলফোন ছিনিয়ে নেয়। এছাড়াও পুতারপাড়ার একজনকে মারপিট করে ১টি মোবাইলফোন ছিনতাই করা হয়েছে বলে জানা গেলেও এর সত্যতা পাওয়া যায়নি।