গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী পৌর নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সির পদের প্রার্থীরা ব্যস্ততম সময় পার করেছেন। গত রাত ১২টার আগ পর্যন্ত নির্বাচনী এলাকার আনাচে-কানাচে ঘুরে ঘুরে ভোট প্রার্থনা করেছেন প্রার্থী ও তাদের সমর্থকরা।
গতকাল দুপুরে গাংনী পৌরসভার ৪নং ও ৮নং ওয়ার্ডে দলীয় প্রার্থী ইনসারুল হক ইন্সুকে সাথে নিয়ে গণসংযোগে ভোট প্রার্থনা করেন বিএনপি নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মাসুদ অরুন, সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা জুলফিকার আলী ভুট্টো, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান গাড্ডু, বামন্দী ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল ও ছাত্রদল নেতা চপল বিশ্বাস ও সংশ্লিষ্ট ওয়ার্ড নেতৃবৃন্দ।