ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার গাংনী ইউনিয়নের রামনগর গ্রামে কলিমুদ্দীন মেম্বারের উদ্যোগে গ্রামবাসীর সহযোগিতায় ঈদগার জায়গায় মাটি ভরাট করা হয়েছে। গ্রামবাসী জানিয়েছে, ৪০-৪৫ বছর আগে এই ঈদগা ময়দানটি প্রতিষ্ঠিত হলেও গ্রামের রাস্তা ছাড়া প্রায় ৬ফুট নিচু হওয়ায় বর্ষার সময় মহল্লার মসজিদে ঈদের জামাত করতে হতো। কয়েকদিন ধরে গ্রামে ঈদগাহে মাটির ভরাটের বিষয়ে আলোচনা পরিপ্রেক্ষিতে গতকাল সকাল থেকে গ্রামবাসী স্বউদ্যোগে মাটি কেটে প্রায় এক বিঘা ঈদগা ময়দানের জমিতে ৬ফুট উচু করে রাস্তা সমান করেছে।