জীবননগর ব্যুরো: জীবননগরে সেবাদানকারী প্রতিষ্ঠান কমিউনিটি হেলথ ক্লিনিকের সেবা প্রাপ্তি ও জবাবদিহিতা শীর্ষক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। অ্যাকশন এইড বাংলাদেশের সহায়তায় গতকাল রোববার দুপুরে উপজেলার সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে মানিকপুর গ্রাম উন্নয়ন লোককেন্দ্র। কামরুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উথলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক শরিফুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ইকবাল হোসেন, ইউপি সদস্য আমিনুল ইসলাম, দ্দোজা উদ্দিন, মরিয়ম খাতুন, সাংবাদিক রেজাউল করিম লিটন, আজাদ হোসেন ও সমাজসেবক কাশেম গাজী। অনুষ্ঠানে গণশুনানির প্রতিবেদন পাঠ করেন মানিকপুর লোককেন্দ্রের ম্যানেজার আনোয়ারা নাসরিন।