৩০ লাখ টাকা ছিনতাই
দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া-কাতলামারী সড়কের যশৈতলা নামক স্থানে আগ্নেয়াস্ত্রের মুখে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পরিবেশক দেশ ট্রেড লিংক’র ৩০ লাখ টাকা ছিনতাই হয়ে গেছে বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রোববার বেলা সাড়ে ১০টার দিকে দৌলতপুর থানা বাজারে অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পরিবেশক দেশ ট্রেড লিংক’র দু কর্মচারী অফিস থেকে প্রায় ৩০ লাখ টাকা নিয়ে একটি পিকআপ ভ্যানযোগে বড়গাংদিয়া ব্যাংকে জমা দেবার জন্য যাচ্ছিলো। পিকআপ ভ্যানটি তারাগুনিয়া-কাতলামারী সড়কের যশৈতলা নামক স্থানে পৌঁছুলে ৫/৬ জন সশস্ত্র ছিনতাইকারী পিকআপ ভ্যানের গতিরোধ করে ব্যাগভতি ৩০ লাখ টাকা নিয়ে ২টি মোটরসাইকেল যোগে দ্রুত চলে যায়। দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি মোবাইলফোনের সূত্রধরে ছিনতাইকারী ও পরিকল্পনা কারীদের শনাক্ত করা গেছে। খুব দ্রুত ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন।