স্পোর্টিং উইকেটে ১০ জানুয়ারি থেকে বিসিএল

স্টাফ রিপোর্টার: আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খান বরাবরের মতোই প্রতিশ্রুতি দিলেন, খেলা হবে স্পোর্টিং উইকেটে। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বড় দৈর্ঘ্যের ম্যাচের টুর্নামেন্টের এটি হবে চতুর্থ আসর। ২০১২-১৩ মরসুম থেকে হয়ে আসছে অঞ্চলভিত্তিক চার দিনের ম্যাচের এ টুর্নামেন্ট। অংশ নেয় উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চল।
গতকাল রোববার বিসিবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিএল শুরুর দিন-ক্ষণ জানান টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খান।
বিসিবির এই পরিচালক জানালেন, গত আসরের মতো এবার সিঙ্গেল লিগ নয়, খেলা হবে ডাবল লিগ পদ্ধতিতে। বিসিএল শুরুর সপ্তাখানেক আগেই শুরু হওয়ার কথা জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। আকরাম খান জানালেন, ক্যাম্প ও বিসিএল পাশাপাশিই চলবে। বাংলাদেশ দলের ক্যাম্প চলবে তখন। তবে বাংলাদেশের শীর্ষ ৮০-৯০ জন ক্রিকেটার খেলবে বিসিএলে, কাজেই সমস্যা হবে না। ক্যাম্প চলতেই থাকবে। তখন কোচ বা টিম ম্যানেজমেন্টের যদি মনে হয় কোনো ব্যাটসম্যান বা বোলারকে খেলাতে হবে, তখন কোচের সাথে আলাপ করে খেলানো যাবে। সম্ভাব্য জিম্বাবুয়ে সিরিজ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য দেশের মূল ভেন্যুগুলো ব্যস্ত থাকবে। বিসিএলের খেলা হবে তাই রাজশাহী ও বগুড়াতে। টানা খেলা হলেও ন্যূনতম ৪৯ দিন লাগবে টুর্নামেন্ট শেষ হতে।
ঘরোয়া বড় দৈর্ঘ্যের ম্যাচের টুর্নামেন্টে বরাবরই অনেক সমালোচনা থাকে উইকেট নিয়ে। এ মৌসুমের জাতীয় লিগেও উইকেটের মান নিয়ে ছিলো প্রশ্ন। তবে আকরাম খান নিশ্চয়তা দিলেন, এবার উইকেট নিয়ে প্রশ্ন উঠবে না। গতবারের উইকেট কিন্তু তার আগের বারের চেয়ে ভালো ছিল। এবারও বগুড়া ও রাজশাহী ভেন্যুর সবাইকে আমরা বলে দেবো উইকেট যেন স্পোটিং হয়। বোলার-ব্যাটসম্যান সবাই ভালো করবে। অবশ্যই ফ্ল্যাট উইকেট থাকবে না। টুনামেন্টের তিন দলের মালিকানা তিনটি ফ্র্যাঞ্চাইজির থাকলেও শুরু থেকেই উত্তরাঞ্চল দলটির পরিচালনা করে আসছে বিসিবি। টুর্নামেন্ট কমিটির প্রধান জানালেন, এ দলের মালিকানা খোঁজা চলছে এখনও। নর্থ জোনের জন্য ফ্র্যাঞ্চাইজি পাওয়ার চেষ্টা এখনও চলছে। একটু সময় লাগছে। আগামীবার পাওয়া যেতে পারে বলে আশা করছি আমরা। এই টুর্নামেন্টের সূচি ক্লান্তিকর ছিলো বলে প্রশ্ন ছিল এর আগে। এবার তাই ম্যাচগুলোর মাঝে বিরতি দু দিন থেকে বাড়িয়ে তিন দিন করা হয়েছে। তবে ক্রিকেটারদের ম্যাচ ফি আগের মতোই থাকছে ৪০ হাজার টাকা।
অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের জন্য প্রস্তাবিত ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বড় দৈর্ঘ্যের টুর্নামেন্টও আলোর মুখ দেখার পথে, জানালেন আকরাম খান। অনূর্ধ্ব-১৯ ফ্র্যাঞ্চাইজি বড় দৈর্ঘ্যের লিগও শুরু হতে যাচ্ছে, খুব সম্ভবত ১৭ ফেব্রুয়ারি। চট্টগ্রামে এমএ আজিজ ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে খেলা। ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি আমরা।