ফেনসিডিলসহ রাঙ্গিয়ারপোতার বিল্লাল আটক

স্টাফ রিপোর্টার: ফেনসিডলসহ একজনকে আটক করেছে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা কোর্টমোড় থেকে রাঙ্গিয়ারপোতা গ্রামের বিল্লালকে আটক করা হয়। তাকে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা কোর্টমোড় এলাকায় অবস্থান নেয়। এ সময় বিল্লালের দেহ তল্লাশি করে ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। আটককৃত বিল্লাল হোসেন (২৭) চুয়াডাঙ্গা সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের আবু তাহেরের ছেলে। অভিযানে ছিলেন এসআই আমীর আব্বাস ও এসআই ইব্রাহীমসহ সঙ্গীয় ফোর্স।

Leave a comment