দর্শনায় শিক্ষকদের গোলটেবিল বেঠকে মেয়র প্রার্থী মতিয়ার রহমান
দর্শনা অফিস: দর্শনায় সরকারি প্রাথমিক প্রধান ও সহকারী শিক্ষক সমিতির সদস্যদের নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় সমিতির কার্যালয়ে এ বৈঠকের সভাপতিত্ব করেন সভাপতি আব্দুল গনি। সভায় প্রধান অতিথির বক্তব্যে দর্শনা পৌর মেয়র প্রার্থী মতিয়ার রহমান বলেন, আমি নির্বাচিত হলে শিক্ষার মানোন্নয়নে যা যা করণীয় তা করবো। নিরক্ষরমুক্ত দর্শনা গড়ে তুলবো ইনশাল্লাহ। উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্মআহ্বায়ক স্বরুপ দাস, সিনিয়র সহসভাপতি হাসানুল আলম, প্রধান শিক্ষক আরতি হালসানা, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ জুয়েল প্রমুখ।