দুর্ঘটনা : বাস হেলপার তানিমের মর্মান্তিক মৃত্যু

???????????????????????????????

দুর্ঘটনা : বাস হেলপার তানিমের মর্মান্তিক মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে বাস দুর্ঘটনায় তানিম (২০) নামের এক হেলাপার নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
গতকাল রোববার বিকেল ৫টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে কাতলামারী বাজার নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী যাত্রীবাহী (টাঙ্গাইল-জ-১১-০০১২) বাসটি কাতলামারী বাজের পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী একটি গাছের সাথে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে বাসের হেলাপার তানিম নিহত হয়। এ সময় কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছে। তাৎক্ষনিক এলাকাবাসী আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। নিহত তানিম উপজেলার কাতলামারী গ্রামের রমজান আলীর ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালমর্গে প্রেরণ করেছে।