টিপ্পনী

খবর:(মধ্যরাতে দু সন্তানের জননীকে অপহরণের পর গণধর্ষণ)
বাড়ির ভেতর গিন্নি আছেন
বাইরে বসে কারা,
দস্যু মানে শয়তান সব
মারখুটে লোক যারা।

নিজের ঘরে শুয়ে শুয়ে
নারীরা হয় ধর্ষিত,
বসে বসে কাটাতে হয়
ঠাণ্ডা গরম ভোর-শীতও।

কিসের পুলিশ কিসের আইন
কে এসে আর বাঁচায়,
ডাকাত চোরের ভয়ে আছি
রোডের মাচায় বসে।
_আহাদ আলী মোল্লা।
27.12.2015

Leave a comment