জীবননগর ব্যুরো: জীবননগর পৌরসভা নির্বাচনে মেয়র, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনের শেষ দিনে জমজামট প্রচারণা চালিয়েছেন। প্রত্যেকটি প্রার্থীর পক্ষে কর্মীরা রাত ১২টা পর্যন্ত নিরিবিচ্ছিন্নভাবে প্রচারণা চালিয়েছেন। চেয়েছেন পছন্দের প্রার্থীর প্রতীকে একটি ভোট। জীবননগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী ৪ প্রার্থী গতকাল রোববার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ব্যপক গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন। মেয়র পদে বিএনপি মনোনীত বর্তমান মেয়র হাজি নোয়াব আলী (ধানের শীষ), আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসির উদ্দীন (নৌকা), স্বতন্ত্র প্রাথী জাহাঙ্গীর আলম (নারিকেল গাছ) ও পৌর জামায়াতে ইসলামীর আমির স্বতন্ত্র প্রার্থী মাও. সাজেদুর রহমান জগ প্রতীক নিয়ে প্রচারণায় অংশ নেন।
১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আপিল মাহমুদ (উটপাখী) ও হাসানুজ্জামান টোকিও (পানির বোতল), ২নং ওয়ার্ডে মিনজুল হক (টেবিল ল্যাম্প), রফিকুল ইসলাম (পাঞ্জাবী), জয়নাল আবেদীন (উটপাখী) ও সাইদুর রহমান (পানির বোতল), ৩নং ওয়ার্ডে কামরুজ্জামান (পানির বোতল), আতিয়ার রহমান (উটপাখী) ও শাহাজামাল উদ্দীন (ডালিম), ৪নং ওয়ার্ডে মো. নুর নবী (উটপাখী), শোয়েব আহম্মদ (টেবিল ল্যাম্প) ও আব্দুর রশিদ (পানির বোতল), ৫নং ওয়ার্ডে জামাল হোসেন (টেবিল ল্যাম্প), খন্দকার আলী আজম (উটপাখী), আনারুল ইসলাম (ডালিম), আমীর আলী খাঁ (গাজর) ও শামসুজ্জামান হান্নু (পানির বোতল), ৬নং ওয়ার্ডে আবুল কাশেম (ডালিম), মিজানুর রহমান (উটপাখী), কাজী নাসির ইকবাল ঠাণ্ডু (পানির বোতল) ও সালাউদ্দীন কবির (টেবিল ল্যাম্প), ৭নং ওয়ার্ডে নুর আলম (ডালিম), ওয়াসিম রাজা (উটপাখী) ও আক্তারুজ্জামান (পানির বোতল), ৮নং ওয়ার্ডে আল মামুন (পাঞ্জাবী), হযরত আলী (পানির বোতল) ও শহিদুল ইসলাম (উটপাখী) এবং ৯নং ওয়ার্ডে আলী আহম্মদ (পানির বোতল), আফতাব উদ্দীন (উটপাখী) ও মতিয়ার রহমান টেবিল ল্যাম্প প্রতীক নিয়ে প্রচারণা চালান। সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১নং আসনে মাহফুজা পারভীন বিউটি (ভ্যানিটি ব্যাগ) ও মরিয়ম বেগম (কাঁচি), ২নং আসনে শেফালি আক্তার (কাঁচি), পরিছন বেগম (মৌঁমাছি) ও খালেদা আলম (ভ্যানিটি ব্যাগ) এবং ৩নং আসনে ফিরোজা বেগম (ভ্যানিটি ব্যাগ), রেখা খাতুন (আঙ্গুর), রাবেয়া খাতুন (মৌঁমাছি) ও রিজিয়া বেগম কাঁচি প্রতীক নিয়ে প্রচারণা চালিয়েছেন।