আলমডাঙ্গায় জাসদ প্রার্থী এম সবেদ আলীর গণসংযোগ

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় জাসদ প্রার্থী এম সবেদ আলী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন। গতকাল রোববার তিনি ১নং ওয়ার্ডের বাবুপাড়া, রাধিকাগঞ্জ, পশুহাট ও ৮নং ওয়ার্ডের নওদাবণ্ডবিল, দোয়ারপাড়া, মাঠপাড়ায় গণসংযোগ করে নিজ প্রতীক মশালে ভোট এবং সমর্থন চেয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন আনিসুজ্জামান জম, হাজি মীর মনিরুজ্জামান, প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, আতাহার আলী মণ্ডল, হবিবার রহমান, আ. রহিম, একরামুল, শমসের আলী, সাব্বির হোসেন, মিনহাজ উদ্দিন, হাসান, রাজিব, পান্না, সাজু, বজলু, নিকবার আলী, জাহাঙ্গীর কবীর, তাপস, শরিফুল, মোল্লা সেলিম, আসাদ প্রমুখ।

Leave a comment