স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের ওয়ারেন্টি আসামি শিলনকে গ্রেফতার করেছে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ। গতকাল মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করে।
জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উপজেলার জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের মৃত ইসলামের ছেলে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শিলনকে (৩৪) গতকাল রোববার বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ ফাঁড়ির সামনে থেকে মুন্সিগঞ্জ ফাঁড়ি ইনচার্জ এএসআই আব্দুল হাই তাকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, শিলন ৩টি মামলার কোর্ট ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে গতকাল আদালতে সোপর্দ করা হয়েছে।