চুয়াডাঙ্গায় ১০০ মুক্তিযোদ্ধাকে কম্বল ও সার-বীজ প্রদান

কৃষি ফাউ-েশনের উদ্যোগে রবিবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার ১০০ জন মুক্তিযোদ্ধাকে বিনামূল্যে ১০০টি কম্বলসহ সার ও সব্জি বীজ দেয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহা-পরিচালক কৃষিবিদ তারিক হাসান। চুয়াডাঙ্গা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস শুকুর বাঙালীর সভাপতিত্বে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ বিভাগীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ নির্মল কুমার দে, ফাষ্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক হারুণ-অর-রশীদ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আজাদ মালিতা ও বিশিষ্ট সাহিত্যিক ইকবাল আতাহার তাজ।