স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র প্রার্থীরা তাদের প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন। দলীয় মনোনীতদের পাশে দলীয় নেতাকর্মীদের শক্ত অবস্থানকে আরো শক্ত করতে প্রচারণার মাত্রা দিন দিন বৃদ্ধি করা হচ্ছে। বিএনপি মনোনিত প্রার্থীর পাশে দলীয় সকল নেতা দাঁড়িয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীককে নির্বাচিত করার আহ্বান জানিয়েছে। প্রচারণা দিন দিন জোরদার হয়েছে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বর্তমান মেয়ার রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারের নৌকা প্রতীকের। আর সতন্ত্র প্রার্থী ওবাইদুর রহমান চৌধুরী জিপু মোবাইলফোন প্রতীক নিয়ে ঘুরছেন ভোটারদের বাড়ি বাড়ি। কর্মীদের কাটছে ব্যস্ত সময়।
দলীয়ভাবে জানানো হয়েছে, গত শুক্রবার মেয়র প্রার্থী রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন তার নির্বাচনী গণসংযোগ অব্যাহত রেখেছেন। গত শুক্রবার নৌকা প্রতীক নিয়ে হাজরাহাটি গ্রামে নেতাকর্মীদের সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে সাথে ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম আফছিয়া বেল্টু, সাধারণ সম্পাদক আহসান হাবিব শান্তি পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, আশাদুল হক মণ্ডল প্রমুখ। সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরতের উদ্যোগে এদিন বিকেলে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি করিম হাসান ঝন্টুর সভাপতিত্বে সাতগাড়ী মোড়ে নির্বাচর্নী পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, অ্যাড. আব্দুল মালেক, কৃষকলীগ নেতা আজিজুল হক, প্রবীন আওয়ামী লীগ নেতা হুমায়ন, সদর থানা ভারপ্রাপ্ত সভপতি শাহাদত হোসেন ও থানা আওয়ামী লীগ নেতা আশাবুল হক আশা। সভা থেকে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য এলাকাবাসীর প্রতি উদাত্ত আহবান জানান হয়।
গতকাল শনিবার রেলপাড়া, বড়বাজার নীচের বাজার, পুরাতন গলি, ফেরীঘাট রোড, কলেজপাড়া, মুক্তিপাড়ার আংশিক, নুরনগর কলোনী, ঈদগাপাড়া, হকপাড়া ও থানা কাউন্সিলপাড়ায় গণসংযোগ করেন। এ সময় সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মো. ইয়াকুব হোসেন মালিক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ আঙ্গুর, মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আজগর ফটিক, যুবলীগ নেতা টিপু সুলতান, বিপুল শরীফ, ছাত্র নেতা সুস্তির ও পাভেল এবং বড় বাজারের সাধারণ ব্যবসায়ী। বিকেলে বেলগাছি বকচরপাড়ায় আনোয়ার হোসেন জোয়ার্দ্দারের সভাপতিত্বে সংক্ষিপ্ত নির্বাচনী উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পাইন ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সোয়েব বিশ্বাস ও কৃষকলীগ নেতা ইমদাদুল হক ইমদা। অনুষ্ঠানে মেয়র প্রার্থী রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন উপস্থিত সকলের উদ্দেশে বলেন, আমি গত নির্বাচনের আগে এ মহল্লায় এসেছিলাম তখন রাস্তা ঘাটে কাদা ছিলো। আমি বলেছিলাম কাজ করবো আমি কথা রেখেছি কাজ করেছি এবং করে যাচ্ছি আগামীতে আরও কাজ করবো। আপনারা সবাই আমার দিকে খেয়াল রাখবেন যাতে বত্যয় না ঘটে।
এদিকে চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে সতন্ত্র মেয়র প্রার্থী ওবায়দুর রহমান চৌধুরী জিপুর মোবাইলফোন প্রতীকে উঠোন বৈঠক ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। তিনি গতকাল শনিবার সাতগাড়ী, কুলচারা, দিগড়ী ও ডোমচারা গ্রামে কয়েকটি উঠোন বৈঠক ও গণসংযোগ করেন। নির্বাচনি গণসংযোগকালে ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, দীর্ঘদিনের অবহেলিত চুয়াডাঙ্গা পৌরসভায় উল্লেখিত তেমন কোনো উন্নয়ন হয়নি। আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আমি আপনাদের কথা দিচ্ছি উন্নয়নের ক্ষেত্রে অবহেলা নয়, আন্তরিক চেষ্টার মাধ্যমে পৌর এলাকার সকল সমস্যা সমাধান করবো ইনশাল্লাহ।
চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আব্দুল জব্বার সোনার পক্ষে দিন যতো যাচ্ছে প্রচারণার ততোই বাড়ছে। কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় প্রায় সকল নেতাই প্রচারণার মিছিলে সামিল হয়েছেন। গত ২৪ ডিসেম্বর শুক্রবার প্রচারণায় অংশ নিয়েছেন কেন্দ্রীয় যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক জেলা বিএনপির ১ম যুগ্মআহ্বায়ক বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান বাবু। তিনি বেলা সাড়ে ৩টার স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। ভোটারদের হাতে প্রার্থীর লিফলেট দিয়ে ভোট ও দোয়া চান জেলা বিএনপির এই নেতা। পান্না সিনেমা হলের সামনে থেকে প্রচারণা শুরু করে কোর্ট মোড় হয়ে পুরাতন হাসপাতাল রোড, চৌরাস্তার মোড় পার হয়ে শহীদ আবুল কাশেম সড়ক ও নিউ মার্কেটে ব্যাপক গণসংযোগ করেন তিনি। নিউ মার্কেট থেকে বের হয়ে শহীদ হাসান চত্বরের মুক্ত মঞ্চে পথসভায় মিলিত হন। বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল জব্বার সোনার সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির ১ম যুগ্মআহ্বায়ক ও কেন্দ্রীয় যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান খান বাবু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, মজিবুল হক মালিক মজু। পথসভায় প্রধান অতিথি মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস বলেন, কোনো গুজবে কান দেবেন না, ধানের শীষকে বিজয়ী করতে সকলে আন্তরিকভাবে কাজ করে যান। প্রধান বক্তা মাহমুদ হাসান খান বাবু বলেন, যতো সঙ্কটই থাকুক না কেন, ধানের শীষ প্রতীকের ব্যানারে আমরা ঐক্যবদ্ধ। গণসংযোগ ও পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লে. কর্ণেল (অব.) সৈয়দ কামরুজ্জামান, শহিদুল ইসলাম রতন, অ্যাড. এমএম শাহাজাহান মুকুল, শরীফুজ্জামান শরিফ, অ্যাড. শামিম রেজা ডালিম, আবু জাফর মন্টু, মীর্জা ফরিদুল ইসলাম শিপলু প্রমুখ। এছাড়া তিনি ফার্মপাড়া, শেখপাড়া, সাতগাড়ীসহ বিভিন্নস্থানে গণসংযোগ করেন। বিকেল ৪টার সিনেমাহলপাড়া, গুলশানপাড়া, পলাশপাড়া, শান্তিপাড়া মোড় ও কোর্টপাড়ায় জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ খন্দকার আব্দুল জব্বার সোনার ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, জেলা ছাত্রদলে আহ্বায়ক শরিফ-উর-জামান সিজার, সিনিয়র যুগ্মআহ্বায়ক এমএ তালহা, ফিরোজ সরোয়ার রোমান, যুগ্মআহ্বায়ক শামীম হাসান টুটুল, মুনজুরুল জাহিদ, রাজীব খান ও মোমিনুর রহমান মোমিন।