রাজশাহীতে মসজিদে হামলা পরিকল্পিত : দায় স্বীকার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল সৈয়দপুর গ্রামে আহমদিয়া মুসলিম জামাতের (কাদিয়ানি) মসজিদে গত শুক্রবার জুমার নামাজে বোমা বিস্ফোরণে বহনকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। এদিকে কাল এক বার্তায় এ হামলার দায় স্বীকার করে আইএস বিবৃতি দিয়েছে। পুলিশ ও স্থানীয়রা বলছেন, এ হামলা পরিকল্পিত এবং এতে জঙ্গিদের সংশ্লিষ্টতা রয়েছে। হামলার পর রাজশাহীতে আহমদিয়া সম্প্রদায়ের তিন মসজিদে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
গতকাল শনিবার পর্যন্ত নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে ময়েজউদ্দিন তালুকদার (৪৬), সাহেব আলী (৩৫) ও শিশু নয়ন উদ্দিনের (১২) অবস্থা আশঙ্কাজনক। তারা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে গ্রামের কাদিয়ানিদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। মসজিদটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে নামাজ আদায় করছেন কাদিয়ানিরা। এ হামলাকে আত্মঘাতী বলছেন স্থানীয়রা। তবে দ্বিমত রয়েছে পুলিশে। এ ঘটনায় শুক্রবার রাতেই মামলা হয়। তখন থেকেই তদন্ত শুরু করে পুলিশ। শনিবার লাশের ময়নাতদন্ত হয় রামেকের ফরেনসিক বিভাগে।