সৌদি হাসপাতালে আগুন : ২৫ জনের মৃত্যু
মাথাভাঙ্গা মনিটর: সৌদি আরবের বন্দর শহর জিজানের একটি হাসপাতালে আগুন লেগে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির সিভিল ডিফেন্সের জেনারেল ডিরেক্টরেট ইয়াহিয়া আল কাহতানির বরাত দিয়ে আল-জাজিরার খবরে বলা হয়েছে, গত বুধবার স্থানীয় সময় রাত আড়াইটার দিকে এ ঘটনায় আহত ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন আরও অন্তত ১০৭ জন। ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে হাসপাতালের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়েছিলো বলে আল জাজিরার খবরে জানানো হয়েছে। ওই তলায় হাসপাতালের নিবিড় পরিচর্যা ও মাতৃত্বাকালীন সেবা ইউনিট রয়েছে। গুরুতর আহতদের সরকারি-বেসরকারি অন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে সৌদি সিভিল ডিফেন্সের ফেইসবুক অ্যাকাউন্টে জানানো হয়েছে। আল জাজিরা জানিয়েছে, সিভিল ডিফেন্সের ২০টি দল আগুন নিয়ন্ত্রণ ও হতাহতদের উদ্ধারে অংশ নেয়। অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে সৌদি কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
বেইজিংয়ে নাগরিকদের সতর্ক করলো পশ্চিমা বিশ্ব
মাথাভাঙ্গা মনিটর: অন্তত চারটি পশ্চিমা দেশ বড়দিন উদযাপনের সময়টিতে নিরাপত্তায় হুমকির ব্যাপারে চীনের রাজধানী বেইজিংয়ে নিজ নিজ নাগরিকদের বিরল সতর্কবার্তা দিয়েছে। বেইজিংয়ের কূটনৈতিক পাড়া এবং বিনোদোন এলাকাগুলোতে নাগরিকদেরকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং ফ্রান্স।
ব্রিটিশ ও মার্কিন কর্মকর্তারা বলেছেন, তারা ব্যস্ত বার এবং বাজার এলাকা সানলিতুনে সম্ভাব্য হামলার হুমকির খবর পেয়েছেন। অস্ট্রেলিয়া এবং ফ্রান্স সরকারও তাদের নাগরিকদেরকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বেইজিং সাধারণত নিরাপদ জায়গা এবং সেখানে বিদেশিরা হামলার লক্ষ্য হয় খুব কমই। যদিও সানলিতুনের বার এবং রেস্টুরেন্ট এলাকায় কখনও কখনও সহিংসতার ঘটনা ঘটে। গত অগাস্টে ওই এলাকায় একজন হামলাকারী এক ফরাসি এবং চীনা নারীর ওপর হামলা করে। এতে মারা যান ওই নারী। যুক্তরাষ্ট্রের দূতাবাস এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, তারা বড়দিনের সময়টিতে (২৫ ডিসেম্বর) সানলিতুনে পশ্চিমাদের ওপর হামলার হুমকি পেয়েছে। ওই এলাকায় বহু দূতাবাসও আছে। ফ্রান্সের দূতাবাস, ব্রিটেনের পররাষ্ট্রদফতর এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্র বিভাগও তাদের নাগরিকদের একই ধরনের সতর্কবার্তা দিয়েছে। তবে এ ব্যাপারে কেউই বিস্তারিত কিছু জানায়নি।
মিস ইরাককে আইএসের হুমকি
মাথাভাঙ্গা মনিটর: সুন্দর জিনিসকে ধ্বংস করে আইএস জঙ্গিগোষ্ঠী বুঝিয়ে দিয়েছে সুন্দরের কদর তারা বোঝে না। এবার ইরাকের সবচেয়ে সুন্দর মহিলাকে অপহরণের হুমকি দিয়ে বুঝিয়ে দিলো সৌন্দর্যের কদরও তারা বোঝে না। ১৯৭২ সালের পর এবছরই প্রথমবার অনুষ্ঠিত হয়েছিলো ইরাকের সুন্দরী প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় দেশের সুন্দরীতম ম হিলার মুকুট পরেছিলেন শায়মা আবদেল রহমান। ২০ বছর বয়সী সেই শায়মাকেই অপহরণের হুমকি দিলো আইএস। সুন্দরীর মুকুট মাথায় পরার পর শায়মার কাছে প্রায় প্রতিদিন নানা হুমকির ফোন আসছে। কিন্তু সবচেয়ে ভয়ানক হুমকির ফোনটা এলো আইসিস জঙ্গি হিসেবে পরিচয় দেয়া এক ব্যক্তির কাছ থেকে।