১ জানুয়ারি মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ
স্টাফ রিপোর্টার: আগামী ১ জানুয়ারি সকাল ৯টায় সারাদেশের মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পাঠ্যপুস্তক দিবস উদযাপন করবে শিক্ষামন্ত্রণালয়। এজন্য ওই দিন শুক্রবার সকল মাধ্যমিক, নিম্নমাধ্যমিক স্কুল ও মাদরাসা খোলা রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক এলিয়াস হোসেন জানান, কেন্দ্রীয়ভাবে সকাল ৯টায় রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে পাঠ্যপুস্তক দিবসের আনুষ্ঠানিক উদ্ধোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। একই সময়ে সারা দেশের মাধ্যমিক, নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় পাঠ্যপুস্তক দিবস উদযাপন করা হবে। এজন্য শুক্রবার ছুটির দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে।
টাঙ্গাইলে বন্দুকযুদ্ধে ৩ চরমপন্থি নেতা নিহত
স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের সদর উপজেলার ওমরপুরে র্যা বের সাথে বন্দুকযুদ্ধে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক ৩ নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন র্যাুবের ৩ সদস্য।
এরা হলেন- ওমর, সাদ্দাম ও কাসেম। এ সময় দুটি পিস্তল (৭ দশমিক ৬৫), দুটি ম্যাগজিন, ৭ রাউন্ড গুলি ও একটি দোনালা বন্দুক উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ভোরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ওমর পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল লাল পতাকা) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি, কাশেম সংগঠনের এমপি ও সাদ্দাম স্কোয়াড কমান্ডার। আহত র্যা ব সদস্যরা হচ্ছেন, সহকারী উপ পরিদর্শক (এএসআই) সামসুজ্জামান, সার্জেন্ট তৈমুর ও করপোরাল মোহাম্মদ আলী। তাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুই এমপিকে সতর্ক করলো ইসি
স্টাফ রিপোর্টার: পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর দু সংসদ সদস্যকে সতর্ক করে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। এরা হলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবু জাহির ও সিরাজগঞ্জ-৬ আসনের হাসিবুর রহমান স্বপন। ইসিসূত্রে জানা গেছে, এই দুজনকে সতর্ক করে চিঠি পাঠানো হয়েছে। এদিকে, বরাবরের মতো আচরণবিধি লঙ্ঘনকারী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সকল রিটার্নিং অফিসার ও জেলা ম্যাজিস্ট্রেটদের চিঠি দেয়া হচ্ছে। যদিও অনানুষ্ঠানিকভাবে বিধিভঙ্গকারী মন্ত্রী-এমপিদের একটি তালিকা প্রধানমন্ত্রীর দফতরে পাঠিয়েছে ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা।
সবুজবাগে যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার: রাজধানীর সবুজবাগে একটি লাগেজ থেকে এক যুবকের মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে বলে জানায় সবুজবাগ থানা পুলিশ। নিহত ওই যুবকের নাম সুমন (২৫)। সবুজবাগ থানা পুলিশ জানায়, গতকাল ভোর ৭টার দিকে সবুজবাগের আহমেদবাগ দিয়ে একটি রিকশায় এক যুবককে যেতে দেখে টহল পুলিশ তাকে আটক করে। তার লাগেজ তল্লাশি করলে একটি মস্তকবিহীন লাশ উদ্ধার করে। পরে তার দেয়া তথ্য মতে ওহাব কলোনীর একটি বাড়ির দোতালা ফ্লাট থেকে বিচ্ছিন্ন মস্তকটি উদ্ধার করা হয়।
নানি হলেন চম্পা
স্টাফ রিপোর্টার: নানি হলেন চিত্রনায়িকা চম্পা। গত ২৫ অক্টোবর সিঙ্গাপুরের একটি হাসপাতালে তার মেয়ে ঈশার কোলে আসে জমজ দু নতুন অতিথি। মা ও সন্তানরা সবাই এখন ভালো আছে বলে জানান চম্পা। প্রথমবারের মতো নানি হয়ে খুবই উত্ফুল্ল তিনি। চম্পা বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি আমি পেয়েছি। সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞ। আমার মেয়ে ও নাতিরা সবাই ভালো আছে। নাম রাখা হয়েছে আরজান ও আরিশ। নাতিদের নিয়েই এখন আমার সব ব্যস্ততা। আনন্দে সবকিছু গুলিয়েও ফেলছি। তাদের জন্য সবার কাছে দোয়া চাই।