স্টাফ রিপোর্টার: আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.)। চুয়াডাঙ্গা মেহেরপুরসহ সারাদেশেই দিবসটি যথাযযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে। এ দিবস উপলক্ষে গতকাল চুয়াডাঙ্গা মেহেরপুরসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এর মধ্যে অন্যতম শোভাযাত্রা, আলোনাসভা ও মহানবী হযরত মুহাম্মদ (স.) এর জীবন ভিত্তিক রচনা প্রতিযোগিতা।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় এ উপলক্ষে চুয়ডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। কেরাত, হামদ-নাত ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)’র জীবন ভিত্তিক রচনা প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা। বিশেষ অতিথি ছিলেন বিএডিসি জামে মসজিদের খতিব মাও. ইবাদত হুসাইন ও সদর থানা জামে মসজিদের খতিব মাও. আমির হোসেন। বক্তব্যে প্রধান অতিথি বলেন, যুব সমাজকে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক চরিত্র অর্জন করতে হলে ইসলামিক সাংস্কৃতিক চর্চা করতে হবে। চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এবিএম রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, বিএডিসি জামে মসজিদের খতিব মাও. ইবাদত হুসাইন ও সদর থানা জামে মসজিদের খতিব মাও. আমির হোসেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। বিজয়ীরা হলো ‘ক’ গ্রুপে কেরাত প্রতিযোগিতায় প্রথম হয়েছে খাদেমুল ইসলাম মাদরাসার ছাত্র তাহমিদুল ইসলাম, দ্বিতীয় হয়েছে বেলগাছি আছির উদ্দিন ইসলামিয়া মাদরাসার ছাত্র মাহমুদুল হাসান, তৃতীয় হয়েছে শারমিনা হক হাফিজিয়া ও কওমীয়া মাদরাসার ছাত্র হাফিজুল ইসলাম। ‘ক’ গ্রুপে হামদ-নাত প্রতিযোগিতায় প্রথম হয়েছে ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ইসতিয়াক পারভেজ, দ্বিতীয় খাদেমুল ইসলাম মাদরাসার ছাত্র হামিদুল ইসলাম, তৃতীয় বেলগাছি আছির উদ্দিন ইসলামিয়া মাদরাসার ছাত্র সালাহ উদ্দিন। ‘খ’ গ্রুপে হামদ-নাত প্রতিযোগিতায় প্রথম খাদেমুল ইসলাম মাদরাসার ছাত্র আসাদুজ্জামান, দ্বিতীয় একই মাদরাসার ছাত্র শারাফত হোসাইন, তৃতীয় একই মাদরাসার ছাত্র তাহমিদ হোসেন। ‘খ’ গ্রুপে রচনা প্রতিযোগিতায় প্রথম খাদেমুল ইসলাম মাদরাসার ছাত্র সাব্বির আহমাদ, দ্বিতীয় একই মাদরাসার ছাত্র আসাদুজ্জামান ও তৃতীয় একই মাদরাসার ছাত্র ইসমাইল হোসেন। এছাড়া দুপুর ২টার দিকে চুয়ডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় থেকে বর্ণাঢ্য ৱ্যালি বের করা হয়। ৱ্যালিটি কোর্ট রোড প্রদক্ষিণ করে আবার ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনাসভায় বয়ান করেন বিএডিসি জামে মসজিদের খতিব মাও. ইবাদত হুসাইন।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনাসভা, মিলাদ মাহফিল ও অলোচনাসভার আয়োজন করা হয়। গত বুধবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশন জীবননগর শাখার উদ্যোগে এ উপলক্ষে শহরে ৱ্যালি বের করা হয়। পরে উপজেলা হলরুমে ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইচার আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও নুরুল হাফিজ। বক্তব্য রাখেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাও. আব্দুল জলিল, উপজেলা প্রকল্প কর্মকর্তা শামনুর রহমান ও প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, বেলা ১১টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য ৱ্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। ৱ্যালি শেষে দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জেলা ইমাম সমিতির সভাপতি দামুড়হুদা বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাজি মাও. মো. শফিকুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের দামুড়হুদা উপজেলা ফিল্ড সুপারভাইজার জালাল উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন মডেল কেয়ারটেকার মো. আসাদুজ্জামান।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, বেলা ৩টার দিকে মানিকনগর আলিম মাদরাসা চত্বর থেকে একটি ৱ্যালি বের হয়। উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। ৱ্যালিটির নেতৃত্ব দেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো. হেমায়েত উদ্দিন। মানিকনগর আলিম মাদরাসা হলরুমে আলোচনাসভায় উপজেলা ইসলামিক ফাউন্ডেশন অফিসার আমানুল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. হেমায়েত উদ্দিন। বিশেষ অতিথি অধ্যক্ষ আহাম্মদ আলী, মাও. মতিউর প্রমুখ। পরিচালনা করেন মডেল কেয়ার টেকার মোহাম্মদ আলী। অনুষ্ঠানে মুজিবনগরে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, এ উপলক্ষে গাংনীতে বিকেলে ৱ্যালি অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন গাংনী কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে ৱ্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মিলাদ মাহফিল, কিয়াম, হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৪টি গ্রুপে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন গাংনী কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মনিরুল ইসলাম, মডেল কেয়ারটেকার শফিকুল ইসলাম ও মাও. আব্দুল মোমিন প্রমুখ।