স্টাফ রিপোর্টার: বাফুফের ভবন ভাঙচুরের কারণে সব ধরনের ফুটবল থেকে আরামবাগ ক্রীড়া সংঘকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার বাফুফের সহ-সভাপতি বাদল রায় সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আরামবাগ ক্লাব সব ধরনের ফুটবল থেকে বিরত থাকবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার কমলাপুর স্টেডিয়ামে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে আরামবাগ ক্লাব বাংলাদেশ পুলিশের কাছে ৩-২ গোলে হেরে যায়। এর জের ধরে ওই দিন বিকেলে ৪০-৫০ জনের একটি দল বাফুফে ভবনে ভাঙচুর চালায়। এতে ভবনে নিচতলার বাইরের গ্লাসসহ দ্বিতীয়তলায় সভাপতির কক্ষ, বোর্ড কক্ষ ও চতুর্থতলায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। এ সময় তার সাংবাদিকদের গাড়িও ভাঙচুর করে। এ ঘটনায় মতিঝিল থানায় প্রায় ১৫০ জনের নামে একটি মামলা করে বাফুফে। ওই মামলায় আরামবাগ ক্লাব থেকে ২৪ জনকে আটক করেছে পুলিশ।