শুভ বড়দিন আজ

স্টাফ রিপোর্টার: আজ ২৫ ডিসেম্বর, শুভ বড়দিন। বিশ্ব জুড়ে খ্রিস্টান ধর্মাবলম্বীর ঘরে ঘরে আজ উত্সবের আনন্দধারা। খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট এই দিনে বেথলেহেম শহরে জন্মগ্রহণ করেন। ‘পাপীকে নয়, ঘৃণা করো পাপকে আর ‘ঘৃণা নয়, ভালোবাসো’-এই ‘দেদীপ্ত রহে অক্ষয় জ্যোতির্ময় আহ্বান নিয়ে মানুষের মনের রাজা’ যিশুখ্রিস্ট এদিন আসেন এই পৃথিবীতে। বহুবর্ণ আলোকের রোশনাইয়ে ভেসে যাচ্ছে গির্জা, গৃহ-দুয়ার আর অভিজাত হোটেলগুলো। দিবসটি উপলক্ষে বাংলাদেশেও সান্তাক্লজ আসবেন নানা উপহার ও চমক নিয়ে। সান্তা তার ঝুলিতে করে কি নিয়ে আসবেন তার অপেক্ষায় থাকে শিশুরা।
আজ সরকারি ছুটির দিন। বাংলাদেশ বেতার ও টেলিভিশন, বেসরকারি টিভি ও রেডিও দিবসের তাত্পর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করছে। বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টি জেপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ধর্মীয় সম্প্রদায় পৃথক বাণীতে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ খ্রিস্ট ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বাণীতে বলেন, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ সামপ্রদায়িক সমপ্রীতির দেশ। আবহমানকাল থেকে এদেশের মানুষ ভালোবাসা ও সমপ্রীতির বন্ধনে আবদ্ধ।
বড়দিন দেশের খ্রিস্টান ও অন্যান্য সমপ্রদায়ের মধ্যকার বিরাজমান সৌহার্দ ও সমপ্রীতিকে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে মানবতার মহান ব্রতে এগিয়ে আসতে হবে। বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, এখানে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিজস্ব ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা রয়েছে।