ভেড়ামারা পৌরসভায় চার কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি: আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভায় 4 কাউন্সিলর প্রার্থীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিহাব রায়হান এ জরিমানা করেন। তারা হলেন, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ বোরহান উদ্দীন এবং ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইউসুফ শেখ, মেহেদী হাসান ও সিরাজুল ইসলাম। এদের মধ্যে বোরহান উদ্দীনকে ৫ হাজার, ইউসুফ ও মেহেদী হাসানকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার এবং সিরাজুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
শিহাব রায়হান জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে বিকেল ৫টার দিকে ওই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালান তিনি। এ সময় বিভিন্ন স্থানে ঝোলানো ও দেয়ালে সাঁটানো অবস্থায় ওই ৪ কাউন্সিলরের রঙিন পোস্টার পাওয়া যায়। এতে আচরণবিধির লঙ্ঘন হওয়ায় তাদেরকে জরিমানা করা হয়।