প্রতিরোধের মুখে বোমা মেরে ডাকাত দলের পলায়ন

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের আবেদ মাস্টারের বাড়িতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। গ্রামবাসীর প্রতিরোধের মুখে ১টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
জানা গেছে, একদল ডাকাত মহাজনপুর গ্রামের খাঁপাড়ার আবেদ মাস্টারের বাড়িতে হানা দেয়। খবর পেয়ে প্রতিবেশীরা জড়ো হয়ে প্রতিরোধ গড়ে তোলে। এ সময় ডাকাতরা ১টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে ফাঁকা স্থানে বোমা বিস্ফোরণ হওয়ায় গ্রামবাসীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় মুজিবনগর থানা ও স্থানীয় ক্যাম্প পুলিশের সদস্যরা। মুজিবনগর থানার ইনচার্জ কাজী কামাল হোসেন দৈনিক মাথাভাঙ্গাকে জানান, গ্রামবাসীর প্রতিরোধের মুখে ডাকাতরা পালিয়ে গেছে।