জীবননগর ব্যুরো: জীবননগর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীন মেয়র প্রার্থী ধানের শীষের হাজি নোয়াব আলীর পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য মশিউর রহমান। গতকাল বৃহস্পতিবার তিনি শহরের হাসপাতালপাড়া, বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় প্রচারণা চালান। এ সময় তিনি দেশে গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনতে ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে ধানের শীষের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় জীবননগর পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিএনপি নেতা বর্তমান মেয়র হাজি নোয়াব আলী বিজয়ী করার কথা বলেন। উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী হাজি নোয়াব আলী, উপজেলা বিএনপির নেতা হাজি সাইদুর রহমান ধুন্দু, পৌর বিএনপি সভাপতি মাহতাব উদ্দিন, সাধারণ সম্পাদক মশিউর রহমান, বিএনপি নেতা সাবেক পৌর চেয়ারম্যান আশরাফুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আক্তার রিনি, আনিসুর রহমান শিপলু প্রমুখ।