দর্শনা পৌর নির্বাচনে পোস্টারে পোস্টারে মুড়িয়ে ফেলা হয়েছে গোটা এলাকা

দর্শনা অফিস: নির্বাচনের বাকী আর মাত্র ৫ দিন। নির্বাচনের দিন যতোই এগিয়ে আসতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণা ততোই বাড়ছে। নির্বাচনী আচরণ স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান রয়েছে অব্যাহত। ৩ মেয়র, ১৩ সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৩৬ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর ব্যাপক প্রচারিভিযানে এখন সরগরম দর্শনার হাট-বাজার ও অলি-গলি। দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত মাইকে প্রচারে কান ঝাঁলাপালা হয়ে পড়ছে সাধারণ মানুষের। দর্শনা পৌরসভার ৫ম এ নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী করছেন আ.লীগ মনোনীত সাবেক মেয়র মতিয়ার রহমান। ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে রয়েছেন, বিএনপি মনোনীত বর্তমান মেয়র মহিদুল ইসলাম। এছাড়া সতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে জগ প্রতীক নিয়ে নির্বাচনের মাঠ চষছেন জামায়াত নেতা আশকার আলী। ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ডা. খালেদা খানম (ভেনিটি ব্যাগ), বর্তমান কাউন্সিলর বিলকিস আক্তার (কাইচি), সাবেক কাউন্সিলর আম্বিয়া খাতুন ফুট্টরি (আঙ্গুর) ও মর্জিনা খাতুন (গ্যাসের চুলা)। ৪, ৫ ও ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর কাঞ্চন বিবি (পুতুল), শিউলী খাতুন (কাইচি), জরিনা বেগম (আঙ্গুর) ও মরিয়ম খাতুন (ভ্যানিটি ব্যাগ)। ৬, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী শাহিমা খাতুন (মৌমাছি) নাজমা আক্তার (কাইচি) সকিনা বেগম (গ্যাসের চুলা) খুশি বেগম (ভ্যানিটি ব্যাগ), ফাহিমা খাতুন (আঙ্গুর) ও সুরাতন বেগম (চকলেট) প্রতীকে। দর্শনা পৌরসভার ১নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ২ হাজার ৭২১। এ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হবা জোয়ার্দ্দার (উটপাখি), সাবেক কমিশনার হাসানুজ্জামান খালেক (পানির বোতল), নাসির উদ্দিন খেদু (টেবিল ল্যাম্প) ও আমজাদ হোসেন (পাঞ্জাবী)। ২নং ওয়ার্ডের মোট ভোটার ২ হাজার ৮৬১। প্রার্থীরা হলেন, আ. জলিল (টেবিল ল্যাম্প), বর্তমান কাউন্সিলর এনামুল কবির (পাঞ্জাবী), তানজিল হোসেন (ডালিম) ও সাহিকুর রহমান অপু (উটপাখি)। ৩নং ওয়ার্ডের ভোটার সংখ্যা ২ হাজার ৭২৪। প্রার্থীরা হচ্ছেন, বর্তমান কাউন্সিলর রবিউল হক সুমন (উটপাখি), সাবেক প্যানেল মেয়র কাজল আহম্মেদ (পাঞ্জাবী) ও শফিকুল ইসলাম সোহেল (ব্রীজ)। ৪নং ওয়ার্ডের ভোটার ২ হাজার ৭১৪ জন। কাউন্সিলর প্রার্থীদের মধ্যে রয়েছেন, বর্তমান কাউন্সিলর আ. রাজ্জাক (টেবিল ল্যাম্প) ফারুক আহম্মেদ (পাঞ্জাবী), হারুন অর রশিদ (ডালিম), মনির সরদার (ব্ল্যাকবোর্ড) ও আব্দুল মান্নান (উটপাখি)। ৫নং ওয়ার্ডের ভোটার সংখ্যা ২ হাজার ৫৫৭। প্রার্থীরা হলেন, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম (উটপাখি) বর্তমান কাউন্সিলর লুতফর রহমান (পানির বোতল), সাইফুল ইসলাম মুকুল (টেবিলল্যাম্প) ও আশরাফুল ইসলাম (ডালিম)। ৬নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ২ হাজার ৬৯৭। প্রার্থীরা হচ্ছেন, বর্তমান কাউন্সিলর রেজাউল ইসলাম (পানির বোতল), সোহরাব হোসেন, ডালিম, লুতফর রহমান (উটপাখি) ও সোহেল তরফদার (টেবিলল্যাম্প)। পৌরসভার ৭নং ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ২ হাজার ২২৩। প্রার্থীদের মধ্যে রয়েছেন, সাবেক কাউন্সিলর সাবির হোসেন মিকা (পাঞ্জাবী), কানচু মাতবর (উটপাখি) ও মোস্তাফিজুর রহমান মতি (ডালিম)। ৮নং ওয়ার্ডের ভোটার সংখ্যা ২ হাজার ৯৭১। প্রার্থীরা হলেন, বর্তমান কাউন্সিলর শরীফ উদ্দিন (উটপাখি), চান্দু মাস্টার (পানির বোতল), রফিকুল ইসলাম (টেবিল ল্যাম্প) ও গোলজার হোসেন (পাঞ্জাবী। ৯নং ওয়ার্ডের ভোটার সংখ্যা ২ হাজার ৫৩৬। প্রার্থীরা হলেন, বর্তমান কাউন্সিলর জাহেরুল ইসলাম (পানির বোতল), জাহাঙ্গীর আলম (ডালিম), মঈনুদ্দিন আহম্মেদ মন্টু (ব্ল্যাকবোর্ড), আছের উদ্দিন আশু (পাঞ্জাবী) ও সেলিম উদ্দিন (উটপাখি)। দর্শনা পৌর নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থীর পক্ষে দলের প্রভাবশালী নেতাদের মাঠে দেখা যাচ্ছে। নির্বাচনী গণসংযোগ, মতবিনিময়সভা ও প্রচারণায় তাদের সরব অবস্থান লক্ষ করা যাচ্ছে। এ নির্বাচনে ৩ মেয়র প্রার্থীর মধ্যে দ্বি-মুখি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছে সাধারণ ভোটাররা। এখন শুধু দেখার অপেক্ষামাত্র। কে হচ্ছেন পৌর পিতা? কার গলায় পড়ছে বিজয়ের মালা?