স্টাফ রিপোর্টার: ঢাকা থেকে প্রকাশিত ইত্তেফাকের প্রতিষ্ঠাবাষির্কী চুয়াডাঙ্গা ও মেহেরপুরে উৎসবমুখর পরিবেশে পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব থেকে শোভযাত্রা বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে ফিরে আলোচনাসভায় মিলিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আজাদ মালিতার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, প্রেসক্লাব সভাপতি মাহাতাব উদ্দিন ও অ্যাড. তছিরুল আলম ডিউক। অপরদিকে মেহেরপুর প্রেসক্লাবে কেক কেটে ইত্তেফাকের জন্মদিন পালন করা হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১০টায় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জন্মদিনের কেক কাটেন। দৈনিক ইত্তেফাকের মেহেরপুর জেলা সংবাদদাতা আবু লায়েছ লাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার শেখ আমীনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আমিন হোসেন, সাংবাদিক রফিক-উল আলম, মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা কামারুজ্জামান খান প্রমুখ।