জীবননগর ব্যুরো: হামলা মামলায় হাজতমুক্ত হয়ে মামলার বাদীকে বাড়িতে ধরে নিয়ে গিয়ে শ্বাসরোধে হত্যার অপচেষ্টা করা হয়েছে। হত্যা চেষ্টাকালে বাদীর স্ত্রী ও ছেলে তাকে উদ্ধার করতে গেলে তাদেরকেও পিটিয়ে ও দলে চটকে আহত করা হয়েছে। আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার জীবননগর উপজেলার দেহাটি মাঠপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, দেহাটি গ্রামের রাস্তার পাশে ছাগল বেঁধে রাখাকে কেন্দ্র করে প্রতিবেশী নজিরের সাথে দেহাটি মাঠপাড়ার মৃত গোলাম হোসেনের ছেলে মতিয়ার রহমানের সাথে বিরোধের সৃষ্টি হয়। গত ২৩ নভেম্বর নজির তার ছেলেদের নিয়ে হামলা চালিয়ে মতিয়ার ও তার ছেলে তাজমুলকে পিটিয়ে আহত করে। এ হামলার ঘটনায় মতিয়ার বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। এ মামলায় হাজিরা দিতে গেলে আদালত নজিরের ছেলে সুরুজকে জেলহাজতে পাঠান। গত ১৮ ডিসেম্বর সুরুজ হাজতমুক্ত হয়। মামলা করায় আক্রোশে সুরুজ গতকাল বিকেলে তার পিতা নজির, ভাই ফিরোজ ও চাচাতো ভাই যাদু ও সিন্টুকে সাথে নিয়ে মতিয়ারকে ধরে তাদের বাড়িতে নিয়ে যায়। এ সময় তারা মতিয়ারের হাত-পা বাঁশের সাথে বেঁধে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এ সময় মতিয়ারের স্ত্রী তাসলিমা ও ছেলে তাজমুল এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। প্রতিবেশীরা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাদেরকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং এ ব্যাপারে জীবননগর থানায় অভিযোগ করা হয়েছে বলে জানানো হয়েছে।