মেহেরপুর অফিস: মেহেরপুর জেনারেল হাসপাতালের শিশু রোগির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ৩য় তলায় শিশু ওয়ার্ডে শিশু রোগীর জন্য বেড পাওয়া যাচ্ছেনা। এই শীতে অভিভাবকরা তাদের শিশু রোগী নিয়ে যত্রতত্র বেড পেতে চিকিৎসা নিচ্ছে। শিশু রোগীদের বাহিরে নিয়ে চিকিৎসা করতে দেখা যাচ্ছে। এ ব্যপারে নার্সদের তারা জানান, ঘরের ভিতর পরিষ্কার করার জন্য রোগীদের বাহিরে আনা হয়েছে। অনিময়ের অভিযোগ নিয়ে সিভিল সার্জনের স্মরণাপন্নের চেষ্টা করলেও সিভিল বাইরে থাকায় তার দেখা মিলেনি।
এদিকে ফিরোজ আলী আরো বলেন, হাসপাতালে রোগি প্রতি ভর্তি হতে ১৫ টাকার পাশাপাশি রোগির স্বজনদের নিকট অবৈধভাবে ১০ টাকা করে আদায় করছেন। যা সম্পূভাবে অবৈধ।
জেলা বাস্তুহারা লীগের সভাপতি ফিরোজ আলী জেনারেল হাসপাতালে ভর্তি রোগী সাধারণের অসুবিধা দূর করতে জেলার সব রাজনৈতিক নেতৃবৃন্দের সুদৃষ্টি কামনা করেন।