মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে মেহেরপুরের বিশিষ্ট ৫ সাংস্কৃতিক ব্যাক্তিত্বকে শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৫ প্রদান করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন।
গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য ও ফ্রেন্ডস ফাউন্ডেশনের সভাপতি এএলএম জিয়াউল হক। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহফিজুর রহমান মফিজ। উপস্থিত ছিলেন সিভিল সার্জেন ডা. মুজিবুল হক, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি প্রভাষক নূরুল আহমেদ, প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, জেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম মাস্টার, সমাজ সেবক কেএম ফজলুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী ননী গোপাল ভট্টাচার্য, সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম জাহাঙ্গীর সেন্টু প্রমুখ।
অনুষ্ঠানে সহকারী অধ্যাপক রফিকুর রশিদ রিজভীকে লোকজ-সাংস্কৃতিতে, সহকারী অধ্যাপক সাইদুর রহমানকে নাটকে, সাফিনাজ আরা ইরানীকে সঙ্গীতে, কবিয়াল রমজান আলীকে বাউল/লোক সঙ্গীতে ও আলী রেজা বিচ্ছুকে যাত্রায় বিশেষ অবদান রাখায় শিল্পকলা একাডেমি সম্মাননা হিসেবে উত্তরীয় পরিয়ে একটি করে মেডেল, সার্টিফিকেট ও চেক প্রদান করা হয়।