আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার ভোদুয়া-জামজামি এলাকায় সংঘবদ্ধ গরুচোর হানা দিয়েছে। একই রাতে ভোদুয়া গ্রামের ২ কৃষকের প্রায় সাড়ে লাখ টাকার ৬টি গরু চুরি করে নিয়ে গেছে সঙ্ঘবদ্ধ চোরচক্র।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ভোদুয়া গ্রামে চোরের অপতৎপরতা বেড়ে গেছে। গত মঙ্গলবার দিনগত রাতে চোরচক্র ভোদুয়া গ্রামের আঈন উদ্দীন চৌধুরীর ছেলে জিন্নাহ চৌধুরীর প্রায় দেড় লাখ টাকা মূল্যের ২টি গরু ও একই গ্রামের আহাতাব আলীর ছেলে কাদের আলির প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৪টি গরু চুরি করে নিয়ে যায়। গতকাল গরুর মালিক ২ কৃষক ও তাদের আত্মীয়-স্বজন সারাদিন বিভিন্ন এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া গরু ৬টির কোনো হদিস পাননি। এদিকে, একই রাতে গ্রামের ৬টি গরু চুরির ঘটনায় গ্রামবাসী চুরি আতঙ্কে ভুগছে।